
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শাদ এরশাদকে শপথবাক্য পাঠ করান। ছবি: সংগৃহীত
রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বৃহস্পতিবার বেলা ১২টায় তার শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম , শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।
গত শনিবার (৫ অক্টোবর) এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হন সাদ। গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হয়।