Logo
×

Follow Us

মিডিয়া

স্পিকারকে রওশনের পাল্টা চিঠি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১

স্পিকারকে রওশনের পাল্টা চিঠি

রওশন এরশাদ। ছবি: সংগৃহীত

সংসদের বিরোধীদলীয় নেতা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের চিঠি দেওয়ার পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাল্টা চিঠি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আজ বুধবার বিকেলে স্পিকারের কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এতে জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘আমাদের সিনিয়র চেয়ারম্যান ও বর্তমান সংসদ উপনেতা রওশন এরশাদ বুধবার স্পিকারকে একটি চিঠি দিয়েছেন।’ তবে এতে বিরোধীদলীয় নেতা করার বিষয়ে কিছু বলা হয়নি বলে দাবি করেন তিনি।

চুন্নু বলেন, ‘জিএম কাদেরের চিঠিটি যথাযথভাবে পাঠানো হয়নি এবং সংসদীয় দল বা পার্টির কোনো পর্যায় থেকে সিদ্ধান্ত নিয়ে ওই চিঠি পাঠানো হয়নি, সেটা জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক ছাড়া স্পিকারকে দেওয়া জিএম কাদেরের চিঠির কোনো দাম নেই।’

এর আগে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জিএম কাদের নিজেকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি চেয়ে স্পিকারের কাছে চিঠি দেন। পার্টির প্রেসিডিয়ামের সভা ও সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়নের প্রস্তাব করেছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন সাম্প্রতিক দেশকালকে বলেন, একটি চিঠি পেয়েছেন। তবে, সেখানে কী রয়েছে তা তিনি এখনো দেখেননি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা যান। এর আগে তাঁর অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এরশাদ। তবে বিরোধীদলীয় নেতা কে হবেন, এর কোনো সুরাহা করে যাননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫