Logo
×

Follow Us

মিডিয়া

‘অদম্য আট’

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১০

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল আজ ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অষ্টম বর্ষে পদার্পণ করলো। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে পত্রিকাটি ঘরোয়াভাবে প্রতিষ্ঠাবার্ষিকী প্রীতি সম্মিলন ‘অদম্য আট’ উদযাপন করতে যাচ্ছে। 

আমাদের এ আয়োজনে সাম্প্রতিক দেশকালের লেখক, পাঠক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর  অংশগ্রহণ আমাদের ‘অদম্য আটে’র অগ্রযাত্রাকে আরো সামনে পৌঁছুতে অনুপ্রেরণা জোগাবে।

বর্তমান সময়ে একটি সাপ্তাহিকের জন্য অব্যাহত ধারাবাহিকতা বজায় রেখে আট বছর অতিক্রম করা শুধুমাত্র সাহস নয় অদম্য মনোবলেরও ব্যাপার। তবে এ র্অজন শুধু সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের নিয়মিত কর্মীদেরই নয়। আট বছরের পথচলায় কৃতিত্বের সিংহভাগ আমাদের সকল সহযাত্রী, জেলার সংবাদদাতা, সম্মানিত লেখক, নিয়মিত গ্রাহক-পাঠক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবার। 

বিগত আট বছরে আমরা যেমন অতিক্রম করেছি বৈরি, কঠিন ও বন্ধুর সময়, তেমনি আমাদের সহমর্মী সকলের কাছ থেকে পেয়েছি অকুণ্ঠ সর্মথন ও উদার সহযোগিতা। আমরা আমাদের সহযাত্রী সকলের কাছে কৃতজ্ঞ। তাদের প্রেরণা না পেলে সাম্প্রতিক দেশকাল ’অদম্য আটে’ পা রাখার অসীম উদ্দীপনা ও স্পর্ধা অর্জন করতে পারতো না। 

নিরন্তর কাজের অভিজ্ঞতায় আমাদের উপলব্ধি, আমাদের প্রাণশক্তি আমাদের লেখক ও পাঠক। আমাদের পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, আমাদের  সঞ্জীবনী। সকলের প্রেরণা ও উৎসাহকে সম্বল করে আমরা একটি পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে এবং এর অগ্রযাত্রাকে তরান্বিত করতে সক্ষম হয়েছি। সাম্প্রতিক দেশকাল তার পাঠকের আগ্রহ ও প্রত্যাশাকে মূল্যায়ন করতে কখনো পিছপা হয়নি।

বিগত সাত বছরে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের অর্জনে যুক্ত হয়েছে নতুন নতুন পালক। আমরা আমাদের লেখক, পাঠক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষকদের অনুপ্রেরণায় নিয়মিতভাবে ত্রৈমাসিক দেশকাল পত্রিকা প্রকাশ হচ্ছে এবং এটি এখন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। চালু করেছি সাম্প্রতিক দেশকাল অনলাইন পোর্টাল। পোর্টলটি বিরতিহীনভাবে সপ্তাহের সাতদিন বাংলা এবং ইংরেজি ভার্সনে প্রতিমুহূর্তের তাজা খবর পাঠকের সামনে হাজির করছে।

সাম্প্রতিক দেশকাল সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে অপোসহীন, একটি সমৃদ্ধ ও অগ্রসরমান দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫