Logo
×

Follow Us

মিডিয়া

করোনা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে যায়, নাইট ক্লাবে যায় না!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৮:৪৭

করোনা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে যায়, নাইট ক্লাবে যায় না!

ফাইল ছবি।

‘‘পরীমনির ঘটনা সবাইকে দেখিয়ে দিলো, করোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও, ক্লাবগুলো গভীর রাত পর্যন্ত খোলা। করোনা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কিন্তু নাইট ক্লাবে যায় না!’’- জার্মানভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম ডয়চে ভেলের ফেসবুক পাতায় এভাবেই লিখেছেন পাঠক নাজমুল হোসেন।

সরকারের সমালোচনা করে রসমত আলী মন্তব্য করেছেন, করোনা শুধুমাত্র স্কুল, কলেজে। সরকার শুধু এইগুলোই বন্ধ করতে পারে। তা না হলে নাইট ক্লাব চালু থাকলো কিভাবে? নাইট ক্লাবের আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকেই শাস্তির আওতায় আনতে হবে। 

এছাড়াও চলমান বিষয়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাপ্রবাহ নিয়ে পাঠকরা তাদের মন্তব্য জানান। পাঠক বোরহান উদ্দিন লিখেছেন, পরীমনির ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিছুই নয়। তবে রাফসানজানি খন্দকার সজলের বিশ্বাস নাসির ইউ মাহমুদ নির্দোষ। তিনি লিখেছেন- পরীমণির অভিযোগ সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত নাসির নির্দোষ, এত বড় একজন ব্যবসায়ী তার ক্লাবের বারে এত লোকের সামনে পরীমণিকে ধর্ষণের চেষ্টা করবে, এটা বিশ্বাস করা কষ্টকর৷

পাঠক জামান নুরুলের কাছে নাকি মনে হয় না যে- পরীমণিকে কেউ জোর করে বোট ক্লাবে নিয়েছিল!

পরীমনির ঘটনা সম্পর্কে নিজের মতামত জানিয়ে পাঠক জাবেদ ওমর লিখেছেন, এটা একটা পরিকল্পিত ঘটনা! পরিমণির সাথে যা ঘটেছে এটা অবশ্যই অন্যায় হয়েছে এবং এর বিচার সুষ্ঠু বিচার দাবি করি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫