Logo
×

Follow Us

মিডিয়া

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল সম্পাদক আফরিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১৩:৪১

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল সম্পাদক আফরিন

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি জেবেল সম্পাদক আফরিন

দেশের নৌ-সেক্টর নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন শিপিং রিপোর্টার্স ফোরাম’ বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের কাজী জেবেল। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে কমিটির সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ কণ্ঠের ফারুক খান, যুগ্ম সম্পাদক হিসেবে প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল ২৪ এর শফিকুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. শামছুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক জনতার কাজী মাহফুজুর রহমান শুভ, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের হাবিব রহমান এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক ভোরের কাগজের রাশেদ আলী, দৈনিক জনতার আশীস কুমার সেন, মানবজমিনের রাশিম মোল্লা ও দৈনিক আমাদের সময়ের তাওহীদুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, বাংলা ট্রিবিউনের শফিকুল ইসলাম ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল তালুকদার নির্বাচনটি পরিচালনা করেন।  নতুন এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

এর আগে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির আমলে যাবতীয় কর্মকান্ড ও আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে সকল সদস্যের জন্য শুভেচ্ছা উপহার ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫