
আমি গত এক বছর ধরে গণমাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছি। আমার মেয়ে মৃত্তিকা যখন বলল সাম্প্রতিক দেশকালের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য শুভেচ্ছা বাণী চেয়েছে, তখন ভেবেছি- কী লিখব? পত্রিকাটি তো চোখেই দেখিনি। আরও দু’বার ফোন দিল সে। তারপর ভাবলাম, নামটি বেশ সুন্দর। সাম্প্রতিক দেশকাল অর্থটা এ রকম দাঁড়ায়- দেশের চলমান অবস্থার সব খবরই এখানে পাওয়া যায়। সাহিত্য পাতাটি দেখার ইচ্ছা থাকল। আসলে আমি শুভেচ্ছা বাণী দেওয়ার মতো বিশেষ কেউ নই। ছোট একটি পরিচয় আছে কবি নামের অ-কবি। অ-কবি কবিদের সমাজ ও রাষ্ট্রচিন্তা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম পত্রিকাগুলোর সাহিত্য পাতা। সাপ্তাহিক হলেও পত্রিকাটি যেহেতু সাতটি বছর পার করেছে নিঃসন্দেহে পাঠকপ্রিয়তা রয়েছে। পাঠকপ্রিয়তা আরও বৃদ্ধি পাক। দেশের প্রতিটি মানুষ এক নামে চিনুক সাম্প্রতিক দেশকালকে এটাই কামনা।
নির্মলেন্দু গুণ
কবি