Logo
×

Follow Us

মিডিয়া

চিমামান্দা এনগোজি অ্যাদিচে’র নারীবাদী প্রস্তাবনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৪

চিমামান্দা এনগোজি অ্যাদিচে’র নারীবাদী প্রস্তাবনা

‘নারীবাদ’ নিয়ে সহজ আলোচনা। প্রাথমিক পর্যায়ে যারা বুঝতে চান তাদের জন্যও পাঠযোগ্য। তথাকথিত নারীবাদের চেয়ে এর বৈশিষ্ট্য ভিন্ন। অনুবাদ ঝরঝরে। এককথায় টেনে নিয়ে যাবে সামনের দিকে। কখনো নিজের জীবন খুঁজে পেয়ে মুচকি হাসি দিতে হবে। কখনো পুরুষতান্ত্রিক সমাজের প্রতি ঘৃণায় মুখ গোমড়া হয়ে যাবে। কখনো মনে হবে এটাই আমার জীবন, আবার কখনো মনে হবে প্রতিটি নারীই জীবন। পৃথিবীর যে প্রান্তেই থাকুক নারীরা, সবারই একই চিত্র। দেশেভেদে, পরিবেশভেদে নির্যাতনের মাত্রা ভিন্ন, পুরুষতান্ত্রিকতার রুপ ভিন্ন।

কথা হলো, আপনাকে টানবে বইটা। তত্ত্বের ফুলঝুরি নেই। পাঠককে আটকিয়ে দিবে না। শব্দের মারপ্যাঁচ নেই। বাক্যচয়নের অতিরঞ্জন নেই।

একটানে আমি শেষ করেছি। আপনারা পড়তে পারেন। তবে এ বই-ই আপনাকে পরিবর্তনে পুরো সহায়ক গ্রন্থ হবে তা বলছি না। কেননা, নারীর মূল শত্রু সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তবাদ, সম্প্রসারণবাদ, পুরুষতন্ত্রকে হঠানোর মধ্যদিয়েই নারীমুক্তি মিলবে। এ ধরনের বই আপনাকে সংগঠিত হতে প্রাথমিক প্রেরণা জোগাবে।

লেখাটি লাবনি মন্ডলের ফেসবুক থেকে নেয়া হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫