গণমাধ্যমের বিরুদ্ধে মামলায় উদ্বিগ্ন ডিআরইউ-বিএইচআরএফ

ভুল চিকিৎসার অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগের ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষের মামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

মঙ্গলবার (২২ আগস্ট) গণমাধ্যমকর্মীদের এসব সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

অপচিকিৎসার শিকার হয়েছেন অভিযোগ তুলে সাংবাদিক কাঞ্চন কুমার দে (৬২) গত ৫ জুন বিচার চেয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মামলা করেছে ইব্রাহিম কার্ডিয়াক কর্তৃপক্ষ, যেখানে বাদী হয়েছেন অভিযুক্ত ডা. মাসুম।

মামলায় কাঞ্চন কুমার দে ছাড়াও বিবাদী করা হয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, নাগরিক টেলিভিশন, একুশে টেলিভিশন ও সারাবাংলা ডটনেটকে। এর মধ্যে নাগরিক টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ডিআরইউয়ের সদস্য।

ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই মামলার ঘটনায় বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

একই মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদশে হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক হাসান সোহেল বলেন, একটি প্রতিবেদনকে ঘিরে প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তাদের দুর্বলতা প্রকাশ করেছে। এই মামলা ওই প্রতিবেদনের বস্তুনিষ্ঠতার বহির্প্রকাশ এবং দেশের মুক্ত গণমাধ্যমচর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা।

বিএইচআরএফ নেতারা অবিলম্বে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, হামলা-মামলা করে গণমাধ্যমের অসংকোচ প্রকাশ বন্ধ রাখা যাবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //