বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
জাতিসংঘের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের জন্য পাঠানো প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। আজ বুধবার (২৪ আগস্ট) সিপিজে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করে।
এতে বাংলাদেশে সাংবাদিকদের বেপরোয়াভাবে আটক, আইনি হয়রানি ও গণমাধ্যমে সেন্সরশিপের কথা বলা হয়েছে।
সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সেন্টার ও এশিয়ান লিগ্যাল সোর্স যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করে। আগামী নভেম্বরে ইউপিআরের ওই অধিবেশন অনুষ্ঠিত হবে।
এতে সাংবাদিকদের হত্যা ও অপহরণ থেকে অব্যাহতি দেওয়ার তথ্য, কারা হেফাজতে গণমাধ্যম কর্মীদের ওপর নিপীড়ন এবং কারাগারে লেখক মুস্তাক আহমেদের প্রসঙ্গ রয়েছে।
বেপরোয়াভাবে আটক, হয়রানি ও সরকার সমালোচক প্রবাসী সাংবাদিকদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘ প্রতিবেদনে অনুচ্ছেদ রয়েছে ৭১টি। এতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সেন্টার ও এশিয়ান লিগ্যাল সোর্স।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh