পাবনায় ‘হলুদ সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ‘গণমাধ্যমে  হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে থেকে পাবনা সার্কিট হাউজের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। এসময় আরও উপস্থিত ছিলেন- পাবনা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সোয়েব আহম্মেদ, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

প্রশিক্ষণের শুরুতেই প্রথম সেশন উপস্থাপন করেন সচিব শ্যামল চন্দ্র কর্মকার। দ্বিতীয় সেশন পরিচালনা করেন বিচারপতি মো. নিজামুল হক।

জেলার প্রবীণ ও নবীন ৭০ জন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও স্থানীয় পত্রিকার সম্পাদকেরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

আগামীতে গণমাধ্যম কর্মীদের জন্য সঠিক আইনের মাধ্যমে তালিকা করে সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছেন বলে জানান আয়োজকেরা। এছাড়া প্রশিক্ষণে সাংবাদিকদের আচরণবিধি, সংবাদের তথ্য উপাত্ত সংগ্রহ, সাংবাদিকতার নীতিমালা, হলুদ সাংবাদিকতা কি এই বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে অংশ অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সদন তুলে দেন প্রধান অতিথি।





পাবনা, গণমাধ্যমে  হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রশিক্ষণ, কর্মশালা, হলুদ সাংবাদিকতা, পাবনায় ‘হলুদ সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //