সাংবাদিকদের ওপর হামলা উদ্দেশ্যমূলক: ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ২০:২৬

গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি- সংগৃহীত
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন ঢাকায় উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা হবে, সাংবাদিকরা চুপ করে থাকবে, সেটি হবে না। সাংবাদিকরা ছেড়ে দেবে না। সারা দেশে সংবাদকর্মীরা ফুঁসে উঠেছে। তারা এ ধরনের অপতৎপরতার জবাব দিতে জানে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন নারী সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফরিদা ইয়াসমিন বলেন, এখনও নানাভাবে ঘাপটি মেরে আছে স্বাধীনতার পরাজিত শক্তিরা। ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, আমরা তার প্রতিবাদে দাঁড়িয়েছি। সংবাদমাধ্যম বা গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদমাধ্যমের ওপর হামলা- এই চতুর্থ স্তম্ভকে ভেঙে দেওয়া ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি না এই হামলা কারা ঘটিয়েছে, কে করেছে, কার মদদে ঘটেছে। বিএনপি-জামায়াতের কর্মসূচির দিনে এই হামলা হয়েছে। এর দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে।
সরকারের উদ্দেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, কারা এই হামলা ঘটিয়েছে- তা এত দিনেও আপনারা খুঁজে বের করতে পারেননি। টেলিভিশনের ফুটেজ দেখে এই হামলাকারীদের চিহ্নিত করুন। শাস্তির আওতায় আনুন। সংবাদকর্মীরা কোনো দলের হয়ে কাজ করে না, জনগণের জন্য কাজ করুন। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করুন। প্রয়োজনে যত কঠোর হতে হয়, সেই কঠোর ব্যবস্থা নিন।