Logo
×

Follow Us

মিডিয়া

ইন্দুরকানী রিপোর্টার্স ক্লাবের সভাপতি কালাম, সম্পাদক শামীম

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৯

ইন্দুরকানী রিপোর্টার্স ক্লাবের সভাপতি কালাম, সম্পাদক শামীম

ইন্দুরকানী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা। ছবি: পিরোজপুর প্রতিনিধি

সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিকতাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ইন্দুরকানী উপজেলা রিপোর্টার্স ক্লাব। নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গাজী আবুল কালাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কে এম শামীম রেজা। 

মোট ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. হাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার প্রতিনিধি আলতাফ হোসেন, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম (শফিক), যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. মারুফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী।

কমিটির কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম (সাগর), সপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি এইচ এম বাসার, প্রচার সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মো. হাসিব বিল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক চিত্র পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান, নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এম আহসানুল হক (সগির), নির্বাহী সদস্য দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার প্রতিনিধি মো. জাকির হোসেন।

পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু ও সাধারণ সম্পাদক মো. খেলাফত হোসেন খসরু মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫