নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 'বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী ৩ বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।
পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আনোয়ার আলদীনকে।
সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন-
১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।
২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৪. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৫. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৬. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)।
৭. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা।
৮. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত, ঢাকা।
৯. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর।
১০. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি।
১১. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা।
১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh