ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌস আজীমকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) চেয়ারম্যান করে পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তিনিসহ মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।
আজ রবিবার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী পিআইবি পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হলো।
বোর্ডের সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগ মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান।
এছাড়া ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার ফরিদ, আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে কার্যবিবরণীতে বলা হয়েছে, প্রতি তিন মাসে বোর্ডের অন্যূনতম একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পিআইবি চেয়ারম্যান
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh