নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ এএম
প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে যেহেতু চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এ নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মুন্নী সাহা সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার রাজধানীর কারওয়ান বাজার তেজগাঁও থানা মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh