অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন ডেস্ক
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু পোস্টে কেক খেয়ে শিশুদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, বাজারে নতুন কেক এসেছে। লুপো কোম্পানির কোন ট্যাবলেট আছে এতে। যে খাবার খেলে বাচ্চাদের প্যারালাইসিস হয়।
সামািজক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ বিষয়ে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার। ফ্যাক্টচেকে উঠে এসেছে ভিন্ন তথ্য। ফ্যাক্টচেকে দেখা যায় কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবিটি আসেল ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, লুপো কোনো ওষুধ কোম্পানি না, বরং এটি তুরস্কের সোলেন কোম্পানির একটি কেকের ব্র্যান্ড। এই ব্রান্ডের কেক বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। পাশাপাশি এই কেক খেয়ে প্যারালাইসিস হওয়ার দাবির কোনও চিকিৎসাগত বা বৈজ্ঞানিক ভিত্তি নেই।
অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবির পোস্টগুলোতো ব্যবহৃত কেকের ছবিগুলো ২০১৯ সালে ইরানের স্কুলে বিতরণ করা কেকের ছবি থেকে নেয়া। তখন ইরানের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেকে ট্যাবলেট খুঁজে পায়। তবে এসবে কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি।
দাবিকৃত পোস্টগুলোতে অসুস্থ যে শিশুর ছবি সংযুক্ত করা হয়েছে তার পরিচয় জানতে বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কাছাকাছি দাবিতে একই শিশুর ছবি ২০২০ সালের ভারতের একটি ফেসবুক আইডিতে এবং ২০২১ সালে আফগানিস্তানের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে শিশুটি কী রোগে আক্রান্ত এবং তার জাতীয়তা কী সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য খুঁজে পায়নি ফ্যাক্টচেকের এই ওয়েবসাইট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh