শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
শেরপুর প্রতিনিধি
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
২০২৪ সালে পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কার পেলেন শেরপুরের আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি। বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।
আজ সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের (এনএসএসবি) উদ্যোগে এক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া মুগনিউর রহমান মনির হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, নেচার স্টাডি ডাইজেস্টসহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, বার্ষিক সেমিনার, পুরস্কার প্রদানসহ নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আলোকচিত্রী, সাংবাদিক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ সালের পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম আমরা।’
বর্ষসেরা পুরস্কার পেয়ে মুগনিউর রহমান মনি বলেন, ‘সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার পরিচালক ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারি জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কেএমএ হাসনাত ও তিমু হোসেন প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh