ভোরের কাগজ বন্ধের প্রতিবাদ জানাল ডিআরইউ

কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই জাতীয় দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। গতকাল সোমবার (২১ জানুয়ারি) পত্রিকাটি প্রকাশিত হয়নি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

গতকাল ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘গত ১৫ বছর ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সকল সুযোগ-সুবিধা ভোগ করেছে। কিন্তু সাংবাদিকদের সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। উপরন্তু কোনোরকম পূর্ব নোটিশ না দিয়েই ভোরের কাগজের প্রকাশনা ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক সাংবাদিক এতে বেকার হয়ে পড়বেন। তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে এভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না, এটা আইনের পরিপন্থি।’

অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান ডিআরইউ নেতারা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh