গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
গাইবান্ধা প্রতিনিধি
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ বছর আগের ঘটনায় দায়ের করা মামলায় রায়হান মোহাম্মদ মোস্তফা (৩৭) ও ফরহাদ লিখন (৩৯) নামের দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মারুফ হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত ‘সকালের বানী’ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি ও অনলাইন “গোবি খবর” এর সম্পাদক ও প্রকাশক। এছাড়া তিনি স্থানীয় একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে ফরহাদ লিখন ‘দৈনিক আলো প্রতিদিন’ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি।
বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী মাহফুজার রহমান প্রধান মামলার বরাত দিয়ে জানান, সুমন একজন প্রবীন সাংবাদিক ২০১৪ সালের মারধরের ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন তাহারাত তানভীর নামের এক ব্যক্তি। এ মামলায় সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফাসহ ১১ জনের নাম উল্লেখ ও সাতজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।
আসামির পরিবার জানান, ২০১৪ সালের ৭ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার ১১ বছর পর প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক এ মামলায় রায়হান মোহাম্মদ মোস্তফাকে জড়ানো হয়েছে। তাদের দাবি, বিভিন্ন সময়ে খবর প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলায় নাম দেওয়া হয়েছে। হয়রানি করতেই এই মিথ্যা মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে তাদের পরিবার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাইবান্ধা গোবিন্দগঞ্জ মামলা সাংবাদিক কারাগারে
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh