বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আগামী ৩ বছরের জন্য (২০২৫-২৮) এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার কাজী আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মো. আলমগীর হোসেন।
এছাড়াও কমিটিতে আছেন সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা (বিটিভি), সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, হাফিজুর রহমন হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম হাফিজ (এশিয়ান টিভি ও সম্পাদক শপ্নশীলন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রনজু, দপ্তর সম্পাদক এম এইচ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ বাহা উদ্দিন শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আকবর রতন, আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুর নবী বিপ্লব (অ্যাড.), নারী বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোর্শেদ মারুফ, কল্যাণ সম্পাদক মো. মামুন শাহরিয়ার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু আবদুল্লাহ (রোহিত)।
এ ছাড়া বার্ষিক সাধারণ সভায় মোহাম্মদ ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ, আলমগীর হোসেন (শিক্ষা বার্তা), শাহ আলম সাগর (চ্যানেল এস) রিমি সরদারসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh