Logo
×

Follow Us

মিডিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা, যুবক আটক

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২১, ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা, যুবক আটক

অভিযুক্ত রোমান।

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক শাহাদৎ হোসেনের ওপর হামলার অভিযোগে রোমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোমান শহরের কাজীপাড়া এলাকা রউফ মিয়ার ছেলে ও জেলা সৈনিক লীগের আহ্বায়ক জুম্মানের ছোট ভাই।  

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের এএসপি মোজাম্মেল রেজার নেতৃত্বে সদর থানার একটি টিম বিরাসার এলাকায় অভিযান চালিয়ে রোমানকে আটক করে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫