Logo
×

Follow Us

মিডিয়া

সাংবাদিক অরুণ বসু আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১৩:৫১

সাংবাদিক অরুণ বসু আর নেই

অরুণ বসু। ছবি ; সংগৃহীত

সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) আর নেই। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

অরুণ বসু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অরুণের অনুজ নীল মণি জানান, করোনায় আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ পরলোকগমন করেন তিনি।

আজ দুপুর ১টায় সহকর্মী,শুভার্থী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ দৈনিক প্রথম আলো কার্যালয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। পরে রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫