অষ্টম ওয়েজ বোর্ডের বাস্তবায়ন না করা পত্রিকাগুলোকে সরকারি কোনো ক্রোড়পত্র দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহ্মুদ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।
‘ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি।’
বিষয় : তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অষ্টম ওয়েজ বোর্ড
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh