সিলেটের কোম্পানিগঞ্জে বন্যা দুর্গত এক ব্যক্তিকে ত্রাণ দিয়ে ছবি তোলা শেষে সেটি ফেরত নেওয়ার ঘটনায় প্রকাশিত খবরকে অসত্য বলে ক্ষমা প্রার্থনা করেছে ইংরেজি দৈনিক পত্রিকা দ্যা ডেইলি স্টার।
আজ রবিবার (২২ মে) সন্ধ্যায় দ্যা ডেইলি স্টারের অনলাইন বিভাগের একটি প্রতিবেদনে এই কথা জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার আমরা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে একটি সংবাদ প্রকাশ করেছি, যেখানে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বন্যা দুর্গত মাহফুজ মিয়ার হাতে ত্রাণ হস্তান্তরের ছবি তোলেন, তবে ফটোসেশন শেষে কর্মসূচির আয়োজকরা তার কাছ থেকে ত্রাণ কেড়ে নেন।
এতে আরো বলা হয়, মাহফুজ মিয়ার বক্তব্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে অভিযোগকারীর বক্তব্য পরে অসত্য বলে প্রমাণিত হয়।
ক্ষমা চেয়ে ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই না করে খবর প্রকাশের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং আমাদের দায়ী কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয় : সিলেট ত্রাণ ডেইলি স্টার
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh