জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী আর নেই।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তার
ছেলে শাহ রাফায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সবার কাছে মরহুমের রূহের মাগফিরাত
কামনায় দোয়া চেয়েছেন।
পরিবার সূত্র
জানা যায়, কামরুল ইসলাম
লিভারের অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী কাজী শাহনাজ রীতা, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন।
কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক ছিলেন। তিনি সম্প্রতি সেখান থেকে অবসরে যান। তিনি ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh