Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

১৮ মাস পর পর্যটক প্রবেশের অনুমতি দিল সৌদি আরব

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:৫৫

১৮ মাস পর পর্যটক প্রবেশের অনুমতি দিল সৌদি আরব

করোনাভাইরাস মহামারির মধ্যে সীমিত পরিসরে হজ আয়োজন করে সৌদি আরব। ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ১৮ মাস পর প্রথমবারের মতো সৌদি আরব পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। 

আগামীকাল রবিবার (১ আগস্ট) থেকে দেশটিতে পর্যটকরা প্রবেশ করতে পারবে।

করোনা সংক্রমণের কিছু আগে ২০১৯  সালের শেষের দিকে দেশটি পর্যটকদের জন্য ই-ভিসা (ইলেকট্রনিক ভিসা) চালু করেছিল। 

সৌদি আরব  তাদের তেল বাণিজ্যের বাইরে  রাজস্ব বাড়ানোর ও আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে প্রকৃতি প্রেমী ও কৌতূহলী ভ্রমণকারীদের জন্য একটি অনন্য পর্যটন কেন্দ্র হিসেবে নিজেদের  নতুন করে উপস্থাপনের চেষ্টা করছে।

বেশিরভাগ ইউরোপীয় দেশসহ প্রায় ৪৯টি দেশের নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিকদের নতুন নিয়মে কোয়ারেন্টিন ছাড়াই দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে। 

এক্ষেত্রে ভ্রমণের আগে পিসিআর পরীক্ষা এবং অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার,বায়োটেক অথবা মডার্না টিকার দুটি ডোজ নেয়ার সার্টিফিকেট কিংবা জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত টিকার একটি ডোজ নেয়ার সার্টিফিকেট দেখাতে হবে।

তবে চীনা সিনোফার্ম বা সিনোভ্যাক টিকা গ্রহনকারীদের অবশ্যই অন্যান্য ভ্যাকসিন থেকে তৃতীয় ডোজ গ্রহণ করতে হবে। -ইউএনবি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫