Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৪ জন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১৪:৫৮

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৪ জন

ছবি : এএফপি

সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে আজ বুধবার (২৪ নভেম্বর) এ হামলা চালানো হয়। 

ব্রিটেনভিত্তিক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের তিনটি গ্রামের কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সংস্থাটি আরও জানায়, এ হামলায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক। তবে অপর দুইজন বেসামরিক নাগরিক, না সৈন্য তা জানা যায়নি।

এদিকে সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ভোররাতে চালানো এ বিমান হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছে। -এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫