নওশের আলম সুমন, ইউএই থেকে
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৭:২৮ পিএম
আপডেট: ২৩ জুন ২০২২, ০৩:৪৫ পিএম
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৭:২৮ পিএম
নওশের আলম সুমন, ইউএই থেকে
আপডেট: ২৩ জুন ২০২২, ০৩:৪৫ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৩০ জুন) পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আযহা আগামী ৯ জুলাই উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মুসলমানরা ৯ জিলহজ আরাফাত দিবস পালন করবেন।
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে এ বছর সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। এই ছুটির মধ্যে রয়েছে আরাফাতের দিন এবং ঈদুল আযহার তিন দিন।
দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, আমিরাতের বাসিন্দারা পবিত্র ঈদুল আযহার ছুটি ৮ জুলাই থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত উপভোগ করতে পারবেন। এই সময় ভ্রমণের চাহিদা তুঙ্গে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ ছুটির সময় অনেক আমিরাতি এবং প্রবাসী ছুটি কাটাতে আমিরাতের বাইরে যান।
বিষয় : আরব আমিরাত ঈদুল আযহা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh