Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরানে আতশবাজি উৎসবে বিস্ফোরণ, নিহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ২০:২৫

ইরানে আতশবাজি উৎসবে বিস্ফোরণ, নিহত ১৫

গতবারের তুলনায় এবারের আয়োজনে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি- সংগৃহীত

ইরানে দুই সপ্তাহ ধরে চলা ঐতিহ্যবাহী আতশবাজি উৎসবে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪ জন।

গতকাল বুধবার (১৩ মার্চ) দেশটির গণমাধ্যম ইরনা জানায়, ইরানের বিভিন্ন স্থানে চলা এ উৎসবে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী তেহরান, পূর্ব ও পশ্চিম আজারবাইজানের প্রদেশগুলোতে হতাহতের সংখ্যা বেশি ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মার্চ ইরানে অনুষ্ঠিত হবে নওরোজ উৎসব। উৎসব উদ্‌যাপনের সময় ইরানিরা আতশবাজি জ্বালায়। পারস্য রীতি অনুযায়ী আগুন নিয়ে বিভিন্ন ধরণের খেলাও দেখানো হয়। প্রতি বছরই এই উৎসবে ইরানজুড়ে বহু মানুষ হতাহত হন। তবে গতবারের তুলনায় এবারের আয়োজনে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফারসি ভাষায় ‘চাহারশানবে সুরি’ নামের ওই আতশবাজি উৎসব প্রত্যেক বছর ইরানি ক্যালেন্ডার বর্ষের শেষ মঙ্গলবার রাতে পালন করা হয়। যা এই বছর আগামী ২০ মার্চ শেষ হবে।

উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মা তাড়ানোর জন্য কয়লার আগুনে ঝাঁপিয়ে ‘আমি তোমাকে আমার হলুদ রঙ (রোগ নির্দেশক রঙ) দিই’ এবং ‘আমি তোমার লাল রঙ (জীবনের প্রতীক) ধারণ করি’ স্লোগান দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫