Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

এক যুগ পর সিরিয়ায় সৌদির রাষ্ট্রদূত নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ২৩:৫৮

এক যুগ পর সিরিয়ায় সৌদির রাষ্ট্রদূত নিয়োগ

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ফয়সাল আল-মুজফেল। ছবি: সংগৃহীত

এক যুগের বেশি সময় পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। রবিবার (২৬ মে) সিরিয়ায় সৌদি রাষ্ট্রদূত হিসেবে ফয়সাল আল-মুজফেলকে নিয়োগ দেয়া হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধের সময় ২০১২ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে রিয়াদ।  

প্রায় এক যুগ পর সম্প্রতি আবারও সম্পর্ক জোড়া লাগাতে সম্মত হয় উভয় পক্ষ। গত বছর রিয়াদে দূতাবাস চালু করে সৌদি আরব এবং নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়।

বিপরীতে চলতি বছরের শুরুতে দামেস্কে নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রিয়াদ-দামেস্ক সম্পর্ক পুনঃস্থাপন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫