Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লেবাননে হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৭:০৪

লেবাননে হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় নিহত পাঁচ সেনার ছবি প্রকাশ করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যায় উল্লসিত ইসরায়েল। এমন মুহূর্তে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় মারা গেছে দেশটির পাঁচ সেনা। 

আজ শুক্রবার (১৮ অক্টোবর) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত পাঁচজন হলেন- কোম্পানি কমান্ডার মেজর ওফেক বাছার (২৪), টিম কমান্ডার ক্যাপ্টেন ইলাদ সিমান টভ (২৩), স্কয়াড লিডার স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইটাত ইউদার (২২), স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল (২১) এবং স্টাফ সার্জেন্ট ইহুদা দিরোর ইহালম (২১)। 

হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা আহত হয়েছেন বলে জানা গেছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন সৈন্য হিজবুল্লাহর হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে। 

এছাড়া গাজা উপত্যকার দক্ষিণে আরও এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। তিনি বিসলামাক ব্রিগেডের ৪৫০তম ব্যাটালিয়নে সদস্য। এই ব্যাটালিয়নের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন বলে দাবি ইসরায়েলের। 

গত মাসে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ফলে লেবাননে একে পর এক সৈন্য হারাচ্ছে দেশটি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫