Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সময় বাড়ল দুই মাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:০৩

আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সময় বাড়ল দুই মাস

আমিরাত প্রবাসীদের সাধারণ ক্ষমার সময় বাড়ল দুই মাস। ছবি: সংগৃহীত

আমিরাতে প্রবাসীদের সাধারণ ক্ষমার সময় দুই মাস বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা আগামী ৩১ ডিসেম্বরে শেষ হবে। এর আগে গত ০১ সেপ্টেম্বর থেকে ৩১অক্টোবর পর্যন্ত দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটি।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আমিরাতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য দেয়া সুযোগটি শেষ হওয়ার কথা থাকলেও, তা আরও দুই মাস বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস ও পোর্ট সিকিউরিটি।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্কিমটি ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। হাজার হাজার বাসিন্দা তাদের ভিসার স্থিতি নিয়মিত করার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করেছে, সরকারি কর্তৃপক্ষ ওভারস্টেয়ারদের জন্য মিলিয়ন মিলিয়ন জরিমানা মওকুফ করেছে।

আইসিপি মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাঈদ আল খাইলি বলেছেন, “সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি ইউএই এর ৫৩ তম ইউনিয়ন দিবস উদযাপনের সঙ্গে এবং দেশের মানবিক ও সভ্য মূল্যবোধের মূর্ত প্রতীক হিসেবে আসে।”

আল খাইলি ৩১ অক্টোবর মূল ক্ষমার সময়সীমার আগে শেষ দিনগুলিতে আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করেছেন।

তিনি এটাও পুনর্ব্যক্ত করেছেন যে যারা বর্ধিতকরণের পরে বসবাসের নিয়ম লঙ্ঘন করে চলেছেন তাদের জন্য জরিমানা পুনর্বহাল করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, আইসিপি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিদর্শন প্রচারণা জোরদার করবে।

এই বছরটি ২০০৭ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক শুরু করা চতুর্থ সাধারণ ক্ষমা কর্মসূচি। ২০১৮ সালের আগেরটি ৩১ অক্টোবর, ২০১৮ পর্যন্ত মাত্র ৯০ দিন চালানোর কথা ছিল। তবে আরও অনুমতি দেওয়ার জন্য সেই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও দুই মাস বাড়ানো হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫