Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ঈদের ছুটিতে সৌদিতে ৫ দিনের কারফিউ জারি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২০, ১০:১২

ঈদের ছুটিতে সৌদিতে ৫ দিনের কারফিউ জারি

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। 

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। ঈদের ছুটিতে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত সারা দিনই এই কারফিউ জারি থাকবে।

এর আগে শুধু মক্কা ব্যতীত অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক কার্যক্রম চালু থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিলো।

তবে করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি। নতুন করে জরুরি ভিত্তিতে জাযান প্রদেশ ২৪ ঘণ্টা লকডাউন আরোপ করা হয়েছে।

এখন পর্যন্ত সৌদি আরবে ৪২ হাজার ৯২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২৬৪ জন। মৃতদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫