কাঁধে বহন করা ক্ষেপণাস্ত্র নিয়ে কয়েকজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা। ছবি- পার্সটুডে
ফিলিস্তিনে হামলা চালাতে জঙ্গিবিমান পাঠিয়েছিল ইসরাইল। সেটিকে মোকাবিলা করতে কাঁধে বহন করা ক্ষেপণাস্ত্র দিয়ে গোলা নিক্ষেপ করে ফিলিস্তিনরা। এতেই পালিয়ে যায় আগ্রাসী জঙ্গিবিমান।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৯ এপ্রিল) ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস।
লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবারের মতো কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি জঙ্গিবিমানে পাল্টা হামলা চালিয়েছে হামাস।
এর আগে গতকাল সোমবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ফিলিস্তিনের ইউনিস এলাকার কয়েকটি জায়গায় জঙ্গিবিমান দিয়ে হামলা চালায় ইসরাইল। এরই জবাবে পাল্টা হামলা চালানো হল।
সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনদের ওপর হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলা বন্ধের দাবি জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলো।
সূত্র- পার্সটুডে