Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর বড় মজুত আছে ইয়েমেনের!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৮:৫৪

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর বড় মজুত আছে ইয়েমেনের!

মুহাম্মদ নাসের আল আতেফি। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র মজুত রয়েছে ইয়েমেনের বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মদ নাসের আল আতেফি। 

আজ রবিবার (২৬ জুন) ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

ইয়েমেনিদেরকে উসকানি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে জেনারেল নাসের আল-আতেফি বলেন, ইয়েমেনকে আর উসকানি দেবেন না। জেনে রাখুন শত্রুদেরকে উচিৎ শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। কীভাবে শিক্ষা দিতে হয় সেটাও আমরা জানি।

তিনি বলেন, দের সামরিক প্রকৌশল বিভাগ দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানা ধরণের অস্ত্রের মজুত আরও বৃদ্ধি পায়। একইসঙ্গে আরও উন্নত ও নিখুঁত ড্রোনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। 

সূত্র: পার্সটুডে ও আল মায়াদিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫