Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৮০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ২২:০৫

বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৮০০

বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি।

সাত দিন ধরে চলমান রয়েছে ইসরায়েল-হামাস সংঘর্স। দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর নির্বিচার বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে জানা গিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ১ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে। অপরদিকে আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।

অপরদিকে গত শনিবার ইসরায়েলে হামাসের চালানো আকস্মিক হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে।

গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজাকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যা গত ৭ দিন ধরে বিরামহীনভাবে চলছে।

এরমধ্যে শুক্রবার ইসরায়েল, গাজার উত্তর দিকের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যেতে বলেছে। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিসহ উত্তর দিকে অবস্থিত সেসব অঞ্চলে স্থল হামলা চালাবে ইসরায়েলি সেনারা।  

উল্লেখ্য, হামাসকে নির্মূল করার অজুহাতে ইতিমধ্যে গাজার কাছে ৩ লাখেরও বেশি সেনাকে জড়ো করেছে ইসরায়েল। এছাড়া সঙ্গে করে নিয়ে এসেছে ট্যাংক, বুলডোজারসহ অন্যান্য ভারী অস্ত্র।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫