চলমান সংঘাতে শিশু, অসুস্থ, বৃদ্ধ, নারী এবং বেসামরিক মানুষ যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার দৃঢ় আহ্বানও জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এছাড়া বিপর্যস্ত গাজা উপত্যকায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে মানবিক করিডোরে চেয়েছেন তিনি।
রোমের সেন্ট পিটার স্কোয়ারে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি বলেন, মানবিক আইন অবশ্যই সম্মান করা উচিত, বিশেষ করে গাজায়। সেখানে মানবিক করিডোর নিশ্চিত করা এবং জনগণকে সাহায্য করা জরুরি এবং প্রয়োজনীয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা করে ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস। এর পরই পাল্টা আক্রমণ জোরদারকরে তেল আবিব। হামাসের হামলায় এখন পর্যন্ত তেরশ ইসরায়েলির মৃত্যু খবর পাওয়া গেছে। অন্যদিকে গাজায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তেইশ মানুষ।
আকাশ পথে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গাজাকে চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ, পানিসহ জরুরি পরিষেবা।জাতিসংঘের সাহায্য সংস্থা বিবিসিকে বলেছে, গাজাকে ‘অতল গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে’।
স্থল অভিযানের আগে এক বিবৃতিতে গাজায় সড়ক, আকাশ ও নৌপথে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে কোন সময় উল্লেখ করা হয়নি বা সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
ইসরায়েলের বিরুদ্ধে যে কোন ধরনের নেতিবাচক পদক্ষেপ ঠেকতে দ্বিতীয় বিমানবাহিনীর রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েল যদি আক্রমণ করতেই থাকে তবে তাকে সুদূরপ্রসারি ফল ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পোপ ফ্রান্সিস মানবিক করিডোর গাজা ফিলিস্তিন ইসরায়েল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh