Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের শুধু আত্মরক্ষার অধিকারই নয়, বাধ্যবাধকতাও রয়েছে: ব্লিঙ্কেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ২১:৪৬

ইসরায়েলের শুধু আত্মরক্ষার অধিকারই নয়, বাধ্যবাধকতাও রয়েছে: ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি- সংগৃহীত

ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলের শুধু আত্মরক্ষার অধিকারই নয়, একই সঙ্গে আত্মরক্ষার বাধ্যবাধকতাও রয়েছে তাদের। একই সঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ থেকে সেখানকার বাসিন্দাদের সুরক্ষিত রাখাটা গুরুত্বপূর্ণ। 

আজ শুক্রবার (৩ নভেম্বর) তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, হামাসের হামলার কারণে যেসব বেসামরিক নাগরিক যুদ্ধের মধ্যে পড়েছেন, তাদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসামরিকদের সুরক্ষায় যা করা দরকার, সবই করতে হবে এবং যাদের জরুরি (ত্রাণ) সহায়তা প্রয়োজন, তাদের কাছে তা যেতে দিতে হবে। কারণ, গত ৭ অক্টোবরের ঘটনার জন্য (ইসরায়েলে হামাসের হামলা) তারা কোনোভাবে দায়ী নন। 

অ্যান্টনি ব্লিঙ্কেন আরও বলেন, এ ক্ষেত্রে ইসরায়েলের শুধু আত্মরক্ষার অধিকারই নয়, আত্মরক্ষার বাধ্যবাধকতাও রয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করতে হবে ৭ অক্টোবর যেন আর কখনোই না ঘটে।  

ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পাশাপাশি হামাস যে ২৪১ জনকে জিম্মি করে রেখেছে, তাদের মুক্তির ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মুক্ত করে আনার জন্য আমরা কতটা কী করতে পারি, তার সব ধরনের চেষ্টা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

গাজার শাসকগোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার জেরে যুদ্ধ শুরুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটি দ্বিতীয় ইসরায়েল সফর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫