গাজায় দিনে চার ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে ইসরায়েল। হোয়াইট হাউস এ কথা বললেও এ ব্যাপারে নিশ্চয়তা দেয়নি ইসরায়েল। এমনকি ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলেও এ নিয়ে কোনো প্রতিবেদন নেই বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এর পরিবর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। যাতে এই চার ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার কোনো ইঙ্গিতই নেয়।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুদ্ধ চলছে, জিম্মিদের মুক্তি না দিলে এ লড়াই চলবে। গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে যাওয়ার নিরাপদ করিডর রাখা হয়েছে। ৫০ হাজার মানুষ গেছেন সেখানে।
হোয়াইট হাউসের মুখপাত্রের মন্তব্যের পর ইসরায়েলের এই প্রতিক্রিয়া পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আইতামার বেন-জিবিরও বলছেন, এ ধরনের ঘোষণার ব্যাপারে তিনি জ্ঞাত নন।
এর আগে আমেরিকা জানায়, বেসামরিক ফিলিস্তিনিদের এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য দিনে ৪ ঘণ্টা ‘যুদ্ধ বন্ধ রাখতে’রাজি আছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে শত শত ইসরায়েলি বেসামরিক ও অন্যান্য দেশের নাগরিকসহ ১ হাজার ৪০০ জন নিহত হয়। সেই সঙ্গে দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস। এরপর থেকে উপত্যকায় এক মাস ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার।
সূত্র- আল-জাজিরা
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গাজা যুদ্ধবিরতি ইসরায়েল ফিলিস্তিন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh