-65edf450892d4.jpg)
গাজায় ইসরায়েলি হামলা চলছেই। ছবি- সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত মোট ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছে।
আজ রবিবার (১০ মার্চ) ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে ৮৫ জন নিহত হওয়ার পর এ সংখ্যা বেড়ে ৩১ হাজার ৪৫ জনে দাঁড়াল।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭২ হাজার ৬৫৪ জন আহত হয়েছে।