জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বিক্ষোভ ইস্যুতে জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিলেও ইসরায়েল দূতাবাস বা সীমান্তের কাছে যাওয়ার অনুমোদন দেয়নি। এ সময় জর্ডানের দাঙ্গা পুলিশ আম্মানে ইসরায়েলি দূতাবাসের দিকে যেতে বিক্ষোভকারীদের বিরাট মিছিলে বাধা প্রদান করে।

রয়টার্স জানিয়েছে, গাজার হাসপাতালগুলোর ওপর ইসরায়েলের সবশেষ হামলা ও গণহত্যার প্রতিবাদে ক্ষুব্ধ জর্ডানিরা ইসরায়েলি দূতাবাসের দিকে রবিবার এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

পরে সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি দূতাবাসের কাছে অবস্থিত কালোতি মসজিদের পাশে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ  মোতায়েন করে। এর আগে পুলিশ দুতাবাসটি ঘেরাও করে রাখে। 

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা গেছে, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে এ সময় আটক করা হয়েছে। 

উল্লেখ্য, জর্ডানের এক কোটি ২০ লাখ জনসংখ্যার অর্ধেকই ফিলিস্তিনি। 

সূত্র : মিডলইস্ট আই

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //