Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাফায় হামলা বন্ধে ইসরাইলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১০:০৬

রাফায় হামলা বন্ধে ইসরাইলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

ফিলিস্তিনের রাফায় ইসলায়েলি সেনাবাহিনীর অভিযানে ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফায় চলমান অভিযান বন্ধে ইসরায়েলকে সতর্ক করে চিঠি দিয়েছে বিশ্বের ১৩টি দেশ। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। গত বুধবার (১৬ মে) চিঠিটি ইসরায়েলি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। 

যুক্তরাষ্ট্র ছাড়াও জি-৭ দেশগুলোর অন্য সব সদস্য দেশ চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে। জি-৭ ভুক্ত দেশগুলোর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেন।

ওই চিঠিতে মন্ত্রীরা রাফাতে একটি বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে, এটি বেসামরিকদের জন্য ‘বিপর্যয়কর’ পরিণতি বয়ে আনবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল কাটজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে গাজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির সাহায্য কর্মীদের নির্বিঘ্নে কাজ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় টানা অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা হামাসকে নির্মূল করতে গাজার পর রাফাহ শহরেও অভিযান পরিচালনা করছেন। এতে প্রতিদিন শত শত নিরীহ সাধারণ ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছেন। এছাড়া এর মধ্যেই বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫