ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৪১ হাজার

গাজার দক্ষিণাঞ্চলের একটি ‘মানবিক অঞ্চলে’ ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৪০ জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়াল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

একটি মানবাধিকার সংস্থা এ হামলায় ফিলিস্তিনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায়, মধ্য রাতে ইসরায়েলি যুদ্ধবিমান তিনটি মার্কিন তৈরি ৯০০ কেজি ওজনের এমকে-৮৪ বোমা ফেলে। এমন সময় এসব বোমা ফেলা হয়, যখন বেসামরিক লোকেরা ঘুমাচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খান ইউনিস শহরের পশ্চিমে ‘মানবিক অঞ্চল’ ঘোষিত আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আবাসস্থল (তাঁবু) লক্ষ্য করে তিনটি হামলা চালানো হয়। তাতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে সেখানে।

হামাসের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পরিচালক (অপারেশন) বলেছে, হামলায় ৪০ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, মধ্য রাতের পরপরই আল-মাওয়াসি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী একটি দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক খালেদ মাহমুদ বলেন, তিনি এবং অন্য স্বেচ্ছাসেবীরা সাহায্যের জন্য ছুটে এসেছিলেন; কিন্তু ধ্বংসের ব্যাপকতা দেখে স্তব্ধ হয়ে যান। হামলায় ৭ মিটার গভীর তিনটি গর্তের সৃষ্টি হয়েছে এবং ২০টিরও বেশি তাঁবু চাপা পড়েছে।

এদিকে  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি সম্ভব। এই সুযোগ সীমিত হয়ে আসছে। তবে যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়টি অনেক জটিল। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh