জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জায়গা পেল না সৌদি আরব

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জায়গা পেতে আবার ব্যর্থ হয়েছে সৌদি আরব। এই কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত ভোটে অল্পের জন্য হেরে গেছে দেশটি। গতকাল বুধবার (৯ অক্টোবর) এই ভোট হয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২০ সালেও সৌদি আরব জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৭ সদস্যবিশিষ্ট কমিটিতে জায়গা নেওয়ার চেষ্টা করে। চার বছর পর আবারও একই ধরনের প্রচেষ্টায় ব্যর্থ হলো দেশটি। এটি সৌদি আরবের মানবাধিকার ইমেজের উন্নতির চেষ্টায় সর্বশেষ ধাক্কা।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এমবিএস নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবকে একটি আধুনিক পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। এ লক্ষ্যে দেশটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। এটি ‘রূপকল্প-২০৩০’ নামে পরিচিত। এরপরও সৌদি আরবের কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও মানবাধিকার পরিস্থিতি খুব একটা বদলায়নি। 

গতকাল মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত শূন্য পাঁচটি সদস্য দেশ নির্বাচনের জন্য ভোট হয়। এই অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সৌদি আরব। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ মার্শাল আইল্যান্ড ১২৪ ভোট পেয়ে পঞ্চম সদস্য হিসেবে নির্বাচিত হয়। ১১৭ ভোট নিয়ে দেশটির ঠিক পরেই অবস্থান করছিল সৌদি আরব।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আইনি বাধ্যতামূলক ক্ষমতা নেই। তবে এই সংস্থা মানবাধিকার-সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নথিভুক্ত করার জন্য সদস্য দেশগুলোকে তদন্তে বাধ্য করতে পারে। এটি কখনও কখনও যুদ্ধাপরাধের বিচারের ভিত্তি তৈরি করে।

এই নির্বাচনে নতুন নির্বাচিত দেশগুলো হলো—গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইথিওপিয়া, কেনিয়া, চেক প্রজাতন্ত্র, উত্তর মেসেডোনিয়া, বলিভিয়া, কলম্বিয়া, মেক্সিকো, আইসল্যান্ড, স্পেন এবং সুইজারল্যান্ড। এ ছাড়া বেনিন, গাম্বিয়া ও কাতার দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছে। কাউন্সিলের সদস্যরা পরপর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না।

মৃত্যুদণ্ডবিরোধী মানবাধিকার সংস্থা রিপ্রাইভ বলেছে, সৌদি আরব চলতি বছর কমপক্ষে ২১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর আগে দেশটি ২০২২ সালে ১৯৬ জন ও ২০২৩ সালে ১৭২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর আগে এমবিএস বলেছিলেন, তার দেশ মৃত্যুদণ্ড পদ্ধতির সংস্কারের জন্য কাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh