ইসরায়েলের উত্তরাঞ্চলের কারমিয়েলে ড্রোন হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। দেশটির সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বিমানের যন্ত্রাংশ উৎপাদনকারী একটি কারখানায় এ হামলা চালানো হয়েছে।
আজ রবিবার (২৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। তারা জানিয়েছে, ড্রোনটি লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছে। এটি বার-লেভের শিল্প অঞ্চলে পড়েছে।
ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলি বাহিনীও সরাসরি হিজবুল্লাহকে এ হামলার জন্য দায়ী করেনি। তবে হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্ক করেছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ড্রোন হামলা ইসরায়েল লেবানন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh