Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বক্তব্যের সময় ধিক্বার দিলেন ইসরায়েলিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১৫:২৯

নেতানিয়াহুর বক্তব্যের সময় ধিক্বার দিলেন ইসরায়েলিরা

ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেমে বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রবিবার (২৭ অক্টোবর) ৭ অক্টোবরের হামলার স্মৃতিচারণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই দর্শকেরা চিৎকার শুরু করেন। এতে নেতানিয়াহু পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তার বক্তব্যের মাঝখানে এক মিনিটের বেশি সময় ধরে দর্শকেরা হট্টগোল করেন। কয়েকজন ব্যক্তি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, ‘আপনাকে ধিক্কার’।

বিক্ষোভকারীদের একজন বারবার চিৎকার করে বলছিলেন, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওই স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, আশঙ্কা করা হচ্ছিল নিহত ব্যক্তিদের স্বজনেরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারেন। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর মধ্যে প্রায় ১০০ জন এখনো গাজায় আছেন।

গাজায় থেকে যাওয়া জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহুর প্রশাসনের ওপর জনগণের পাশাপাশি কূটনৈতিক চাপ বাড়ছে।

ইতিমধ্যে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি গতকাল একটি প্রস্তাব দিয়েছেন। কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য প্রাথমিকভাবে গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তিনি। সিসি এমন সময়ে প্রস্তাবটি দিয়েছেন, যখন গাজায় যুদ্ধ অবসানের চেষ্টায় কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে আলোচনা চলছে।  

কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেবুনের সঙ্গে যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করেন সিসি। সেখানে তিনি বলেন, অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়া উচিত।

চলতি মাসের শুরুর দিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল সরকারের ওপর চাপ বেড়েছে। কয়েকজন পশ্চিমা নেতার পাশাপাশি জিম্মিদের স্বজনেরা চুক্তির জন্য চাপ দিচ্ছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫