Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাড়িতে বোমা নিক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৮

নেতানিয়াহুর বাড়িতে বোমা নিক্ষেপ

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুইটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে গতকাল শনিবার (১৬ নভেম্বর) ওই হামলা চালানো হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এবং তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিলো না এবং বোমা হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

আজ রবিবার (১৭ নভেম্বর) এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স পোস্টে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে। 

এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তবে সে সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। 


সূত্র: রয়টার্স 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫