রাফাহ ক্রসিং খোলা নিয়ে বৈঠকে ফাতাহ-হামাস

ফিলিস্তিনের গাজা ও মিসর সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং ফের খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে হামাস ও ফাতাহ। এদের মধ্যে হামাস গাজার শাসকগোষ্ঠী ও পশ্চিম তীরের ক্ষমতায় রয়েছে ফাতাহ। 

চলতি বছরের মে মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রাফাহ এলাকায় অভিযান চালিয়ে ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের অংশ বন্ধ করে দেয় মিসর।

হামাসের সঙ্গে এই বৈঠকের বিষয়টি গত রবিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন ফাতাহ নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। মিসরের দেওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুই পক্ষ এই বৈঠকে বসেছে।

আবদুল্লাহ জানান, রাফাহ ক্রসিং আবার খোলা নিয়ে মিসরের দেওয়া একটি প্রস্তাবের বিষয়ে হামাস প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করছে কায়রোতে অবস্থানরত ফাতাহর একটি প্রতিনিধিদল। প্রস্তাব অনুযায়ী ক্রসিংটি তদারকের দায়িত্বে থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করার ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ। এটি ত্রাণনির্ভর গাজার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছানোরও মূল পথ। ক্রসিংটি বন্ধ হয়ে গেলে গাজায় ত্রাণসরবরাহ তলানিতে গিয়ে ঠেকে।

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি ঐক্য সরকার গঠন নিয়ে গত জুলাইতে চীনে আলোচনায় বসে প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দল। ওই বৈঠকে ঐক্যের সরকার গঠনের বিষয়ে দল দুটি একমত হয়। এরপর মিসরে এই বৈঠক হচ্ছে।

এদিকে বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে হামাসের একটি প্রতিনিধিদল। হামাসের দুজন নেতা এ কথা জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় মিসরের গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল হাসান রাশাদসহ দেশটির কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে এই বৈঠক হয়। এতে গাজায় যুদ্ধ বন্ধ, ত্রাণ সরবরাহ এবং রাফাহ ক্রসিং খুলে দেওয়া নিয়ে আলোচনা হয় বলে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh