সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেওয়া সেনাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বিদ্রোহী যোদ্ধারা। আসাদের পতনের পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার মধ্যে এ ঘোষণা দিলেন তারা।
ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালে উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশ ও আশপাশের বেশকিছু এলাকা নিয়ন্ত্রণ করত। তবে গত ২৭ নভেম্বরের পর তারা ঝটিকা আক্রমণ শুরু করে এবং বড় কয়েকটি শহর দখলের পর গত রোববার রাজধানী দামস্কের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্য দিয়ে বাশারের দুই যুগের স্বৈরশাসনের অবসান ঘটে।
সিরীয় বিদ্রোহীদের যৌথ সামরিক অপারেশন কমান্ড যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ওই সাধারণ ক্ষমা আসাদ সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না।
ইতোমধ্যে, বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল–জোলানি (এখন প্রকৃত নাম আহমেদ আল–শারা ব্যবহার করছেন তিনি) সিরিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল–জালালির সঙ্গে সাক্ষাৎ ও অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহীরা।
ওই সাক্ষাতের ওপর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বৈঠকে সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে বিদ্রোহী ‘সালভেশন সরকারের’ প্রধান মোহাম্মদ আল–বশিরও উপস্থিত ছিলেন। তাকে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) বাশার আল–আসাদ ক্ষমতায় থাকার সময় উত্তর–পশ্চিমের ইদলিব প্রদেশ ও আশপাশের বেশকিছু এলাকা নিয়ন্ত্রণ করত। তবে গত ২৭ নভেম্বরের পর তারা ঝটিকা আক্রমণ শুরু করে এবং বড় কয়েকটি শহর দখলের পর গত রোববার রাজধানী দামস্কের নিয়ন্ত্রণ নেয়। এর মধ্য দিয়ে আসাদের দুই যুগের স্বৈরশাসনের অবসান ঘটে।
আসাদ সরকারের প্রধানমন্ত্রী জালালি রোববার বলেছেন, সিরীয় জনগণের পছন্দের যেকোনো নেতৃত্বকে তিনি সহযোগিতা ও তাঁদের কাছে ক্ষমতা হস্তন্তর করতে তৈরি আছেন। সামনের দিনগুলোতে এ হস্তান্তর হতে পারে।
এদিকে আসাদের বাথ পার্টি গতকাল সোমবার বলেছে, তারা এ প্রক্রিয়াকে সমর্থন দেবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বাশার আল-আসাদ সিরিয়া সাধারণ ক্ষমা এইচটিএস
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh