আসাদ সরকার পতনের দুদিন না যেতেই সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এরই মধ্যে সিরিয়া দক্ষিণাঞ্চলের বড় অংশ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।
সবশেষ ৪৮ ঘণ্টায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে সিরিয়া। এ সময়ে দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ এ হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সিরীয় নৌবহরও।
ইসরায়েলি বাহিনীর দখলকৃত অঞ্চলের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমি ও মাউন্ট হারমনের সিরীয় অংশও রয়েছে। সেখানে সিরিয়ার পরিত্যক্ত সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা। হামলা হয়েছে রাজধানী দামেস্কে এবং এর আশপাশেও। দামেস্ক ছাড়াও সিরিয়ার হোমস, তারতাস, পালমিরা শহরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার বিমানঘাঁটি, সামরিক যান, নৌবহর, বিমানবিধ্বংসী অস্ত্র, অস্ত্রের উৎপাদনক্ষেত্র, গবেষণাকেন্দ্র, অস্ত্রাগারসহ বিভিন্ন অবকাঠামোকে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এই নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার লক্ষ্য হচ্ছে সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো সিরিয়ার সীমান্ত অতিক্রম করেছে ইসরায়েলি ট্যাংক। লন্ডনভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, ইসরায়েলি হামলায় সিরিয়ার অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। এর মধ্যে বিমানবন্দর, ওয়্যারহাউস, রাডার, সামরিক সিগন্যাল স্টেশন, বহু অস্ত্র-গোলাবারুদ রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh